বিহারের নওয়াদায় ২০-২৫টি বাড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা, উদ্বেগ প্রকাশ মায়াবতীর

পাটনা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): বিহারের নওয়াদা জেলায় ২০-২৫টি বাড়িতে আগুন ধরিয়ে দিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বুধবার রাতে মুফাস্সিল থানার অধীনে কৃষ্ণননগর এলাকায় ২০-২৫টি বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা, আগুনের লেলিহান শিখায় বাড়িগুলি পুড়ে গিয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। এসডিপিও, সদর (নওয়াদা) সুনীল কুমার বলেছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে জমি সংক্রান্ত বিবাদের কারণে এই ঘটনা। এই ঘটনায় কেউ হতাহত হননি।বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। তিনি বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বিহারের নওয়াদায় দরিদ্র দলিতদের বহু ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া ও তাঁদের জীবন ধ্বংস করার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগের। সরকারের উচিত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দেওয়া।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *