ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফের জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে ব্লাডমাউথ ক্লাব। শক্তিশালী ত্রিবেণী সংঘকে আজ, বৃহস্পতিবার হারালো ছয় গোলের ব্যবধানে। খেলা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল এ ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের। বিকেল সাড়ে তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ব্লাডমাউথ ক্লাব ও ত্রিবেণী সংঘের খেলা অনেকটা একতরফা ম্যাচের রূপ নেয়। প্রথমার্ধে খেলার ১৮ মিনিটের মাথায় এ. জমাতিয়ার একমাত্র গোলে ব্লাড মাউ স এক গোলে লিড নেয়। দ্বিতীয়ার্ধের পাঁচ গোল ব্লাড মাউথ ক্লাবের জয় নিশ্চিত করে দেয়। জিষ্ণু পি. ৫৪ ও ৮০ মিনিটের মাথায় দুটো গোল করে এবং প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, টি. ববিশ, ডি জমাতিয়া এবং এস জমাতিয়া দ্বিতীয়ার্ধের ৬১, ৭৫ ও ৭৮ মিনিটের মাথায় পরপর তিনটি গোল করে। ব্লাড মাউথ ক্লাবের পক্ষে এটি সপ্তম ম্যাচের মাথায় পঞ্চম জয়। মাঝে টাউন ক্লাবের কাছে ৩-৪ গোলে এবং নাইন বুলেটস এর কাছে ন্যূনতম গোলে পরাজয় তাদের কিছুটা পিছিয়ে দিয়েছে। এ পর্যন্ত ৭ ম্যাচ খেলে পাঁচটিতে জয়ী হয়ে পনেরো পয়েন্ট নিয়ে সুপার ফোর এর রাস্তা অনেকটা প্রশস্ত করে নিয়েছে। খেলায় অসদাচরণের দায়ে রেফারি বিজিত ত্রিবেণী সংঘের এস. কুমার চাকমাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, পল্লব চক্রবর্তী, সুকান্ত দত্ত ও সত্যজিৎ দেবরায়।
2024-09-19