কাকদ্বীপ, ১৯ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপে ট্যুরিস্ট কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোরে দ্বীপের একটি কটেজে আচমকাই আগুন লেগে যায়। আগুন দেখতে পেয়েই নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। মুহূর্তের মধ্যে গোটা কটেজটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।এ দিন ভোর ৫টা নাগাদ হঠাৎ ওই ট্যুরিস্ট কটেজ থেকে আগুনের লেলিহান শিখা বেরতে দেখেন স্থানীয়রা৷ আগুন দেখে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন। তড়িঘড়ি ওই ট্যুরিস্ট কটেজে থাকা পর্যটকদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তার কিছুক্ষণ পরেই একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে সেখানে৷ তাতে আগুন আরও ভয়াবহ রূপ নেয়। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন৷ তাঁদের বেশ কয়েকঘণ্টার চেষ্টায় শেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু৷
2024-09-19