নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): বাড়ি ভেঙে ফের বিপর্যয় রাজধানী দিল্লিতে। বুধবার সকালে দিল্লির কারোল বাগ এলাকায় ভেঙে পড়ল একটি বাড়ি, ভেঙে পড়া ওই বাড়ির ভগ্নস্তূপের নীচে কয়েকজন আটকে থাকার শঙ্কা রয়েছে! ইতিমধ্যেই ৮ জনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও দমকল, স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকালে কারোল বাগ এলাকায় একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও উদ্ধারকাজ চলছে। ডিসিপি সেন্ট্রাল এম হর্ষ বর্ধন বলেছেন, বুধবার সকাল ৯টা নাগাদ খবর পাওয়া যায়, প্রসাদ নগর থানার অধীনে বাপা নগর এলাকায় একটি বাড়ি ভেঙে পড়েছে। একটি পুরানো বহুতলের প্রায় ২৫ স্কোয়ার ইয়ার্ড ভেঙে পড়ে। এখনও পর্যন্ত ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর কোনও খবর নেই। কয়েকজন এখনও আটকে থাকার সম্ভাবনা রয়েছে। অভিযান শেষ হলেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
2024-09-18