ক্রীড়া প্রতিনিধি আগরতলা। ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত রাজ্য ভিত্তিক অনূর্ধ্ব ১৪ বালক বিভাগের ফুটবল টুর্নামেন্ট শুরু হলো বুধবার।তিন দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টটি শুরু হয় তেলিয়ামুড়ার ভগৎ সিং মিনি স্টেডিয়ামে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে।এদিন টুর্নামেন্টের উদ্বোধন করেন তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌর পিতা রূপক সরকার। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার, তেলিয়ামুড়া পৌর পরিষদের সহকারী পৌর পিতা মধুসূদন রায় সহ যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের আধিকারিকেরা। এদিনের এই রাজ্যভিত্তিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য রাজ্যের বিভিন্ন জেলা দল অংশ গ্রহণ করে।
2024-09-18