আগরতলা, ১৮ সেপ্টেম্বর : ত্রিপুরায় ২১ প্রজাতির বাঁশ রয়েছে। সারা ভারতবর্ষে তার তথ্য রয়েছে। তা রাজ্যবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়। আজ বিশ্ব বাঁশ দিবসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
এদিন তিনি বলেন, বাঁশকে কাজে লাগিয়ে বিভিন্ন জিনিস বানানো হচ্ছে। ইতিমধ্যে ত্রিপুরা বিধানসভায় বাঁশ দিয়ে টাইলস বানিয়ে ব্যবহার করা হয়েছে। তিনি আশাবাদী, ত্রিপুরার অর্থনৈতিক ক্ষেত্রে বাঁশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং রাজ্য সরকারও সেই লক্ষ্যই কাজ করছে।