দিল্লির কারোল বাগে ভেঙে পড়ল বাড়ি, কয়েকজন ভগ্নস্তূপের নীচে আটকে থাকার শঙ্কা!

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): বাড়ি ভেঙে ফের বিপর্যয় রাজধানী দিল্লিতে। বুধবার সকালে দিল্লির কারোল বাগ এলাকায় ভেঙে পড়ল একটি বাড়ি, ভেঙে পড়া ওই বাড়ির ভগ্নস্তূপের নীচে কয়েকজন আটকে থাকার শঙ্কা! ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল।দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার কারোল বাগ এলাকায় একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও উদ্ধারকাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *