আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজ্যে বাঁশ ভিত্তিক শিল্পের বিকাশে বর্তমান সরকার বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা বিশ্ব বাঁশ দিবসে একথা বলেন মন্ত্রী সান্ত্বনা চাকমা।
এদিনের অনুষ্ঠানে মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেম, সারা দেশের সাথে রাজ্যেও বিশ্ব বাঁশ দিবস উদযাপন করা হচ্ছে। ব্যাম্বো মিশনের মাধ্যমে সারা রাজ্যে শিল্প ও কারিগরিরা সমৃদ্ধ হবে।
তাছাড়া, আগামী দিনে বাঁশের উৎপাদন বৃদ্ধি ও নিত্যনতুন উপায়ে শিল্পী-কারিগরদের কিভাবে প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করা যায়, এই সকল বিষয়গুলো নিয়ে আজকের অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা হয়েছে।