আগরতলা ১৮ সেপ্টেম্বর : গত ৫দিন ধরে বিদুৎ পরিষেবা ও পানীয় জলের সমস্যায় দিশেহারা বিশালগড় এলাকার বাসিন্দারা। এখনো পর্যন্ত সমস্যার সমাধান না পেয়ে বাধ্য হয়ে আজ বিশালগড় থেকে বক্সনগর সড়ক অবরোধে বসেন মানিক্যনগরের এলাকাবাসীরা। এদিকে, ওই অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল।
অবরোধকারীদের অভিযোগ, টানা ৫ দিন যাবৎ বিদুৎ পরিষেবা ও পানীয় জলের সমস্যায় ভুগছেন মানিক্যনগরের এলাকাবাসী। এ বিষয়ে একাধিকবার প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হলেও তাঁরা কোন পদক্ষেপ গ্রহন করেননি। তাই আজ সকালে বাধ্য হয়ে বিদ্যুৎ পরিষেবা ও পানীয় জলের দাবিতে পথ অবরোধে বসেন তাঁরা।
এদিকে, অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। তাঁদের দাবি, দ্রুত বিদুৎ পরিষেবা ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে। এদিকে, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন উচ্চপদস্থ আধিকারিকদের এবং তাঁরা অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন।অবরোধকারীদের আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই বিদুৎ ও পানীয় জলের সমস্যার সমাধান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।