স্কলারশিপ প্রদানের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের বিক্ষোভ ছাত্র ছাত্রীরা

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: স্কলারশিপ প্রদানের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করেছে জনজাতি ছাত্র ছাত্রীরা। অতিসত্বর ছাত্রীদের স্টাইপেন্ড প্রদান করা না হলে আগামীদিনে ধর্ণায় বসবেন বলে হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের।

এদিন জনৈক ছাত্র বলেন, দীর্ঘ দিন ধরে ছাত্র ছাত্রীরা স্কলারশিপ পাচ্ছেন না। এই স্কলারশিপ ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই স্কলারশিপের টাকায় দিয়ে ছাত্র ছাত্রীরা পড়াশোনা খরচ বহন করে থাকেন। অন্যান্য জনগোষ্ঠীর  ছাত্র ছাত্রীরা স্কলারশিপের টাকা পেয়ে গিয়েছেন। কিন্তু জনজাতিরা এখনো পর্যন্ত স্কলারশিপ পাননি। স্কলারশিপ না পাওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তাঁদের অভিযোগ, এবিষয়ে একাধিক দফতরে আসলে স্কলারশিপ নিয়ে তালবাহানা করছে।

তাই আজ বাধ্য দিয়ে তপশিলী জাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। তাঁদের দাবি, অতিসত্বর স্কলারশিপ প্রদানের ব্যবস্হা করা হোক। তাঁদের দাবি পূরণ করা না হলে আগামীদিনে ধর্ণায় বসবেন বলে হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *