নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর: কিছুদিন আগে প্রেমিকাকে নিয়ে পালানোর জেরে গৌতম দাস নামে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছিল করবুক মহকুমার চেলাগাং’এ। আজ বিরোধী দলনেতা জিতেন চৌধুরী মৃত পরিবারের সাথে দেখা করেন এবং তাদের সাথে কথা বলেন। পাশাপাশি একরাশ ক্ষোভ উগরে দিলেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এক রাজনৈতিক দলের নাম নিয়ে গৌতম দাসের পরিবারের সদস্যদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি টাকার বিনিময়ে অভিযোগ তুলে নেওয়ার জন্যেও চাপ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি প্রশাসনের উপস্থিতিতে গৌতমকে মারধোর করা হয়েছে এবং পরবর্তীতে প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা।