আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ত্রিপুরার সদস্যতা সংগ্রহ অভিযানের পর্যবেক্ষক হিসেবে রাজ্যে এলেন প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে রাজ্যের সদস্য সংগ্রহ অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিন এমবিবি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ২ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিজেপির সদস্যতা সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বিজেপি একমাত্র লক্ষ্য ১০ কোটি সদস্য করা। তাঁকে ত্রিপুরার পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
পাশাপাশি কলকাতা আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলেন।