নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বিজেপি সদস্য পদ অভিযানের অঙ্গ হিসেবে আজ আগরতলা থেকে কুমারঘাট যেতে রেলে সদস্য অভিযান করেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য।
এইদিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে রাজীব ভট্টাচার্য জানান, ইতোমধ্যেই গোটা দেশব্যাপী সদস্যপদ অভিযান শুরু হয়েছে। এরই অঙ্গ হিসেবে এদিন আগরতলা থেকে শিলচরগামী ট্রেনে করে কুমারঘাটে আসেন তিনি। কুমারঘাটও সদস্যতা অভিযানে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি ট্রেনে আসতে সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। নিত্যযাত্রীদের কোন ধরনের সমস্যা রয়েছে কিনা সে বিষয়েও অবগত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
প্রদেশ সভাপতি আরো জানান, ইতিমধ্যেই বিজেপির সদস্যতা অভিযানে অনলাইন মারফত চার লক্ষ এর কাছাকাছি সদস্যপদ গ্রহণ করা হয়েছে। অফলাইনেও এই সদস্যতা গ্রহণের অভিযান চলছে।