এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ অনুমোদন : অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): এক দেশ, এক নির্বাচন সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির সুপারিশ অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ‘এক দেশ, এক নির্বাচন’ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, “বিপুল সংখ্যক রাজনৈতিক দল আসলে এক দেশ, এক নির্বাচন উদ্যোগকে সমর্থন করেছে৷ আমাদের সরকার দীর্ঘমেয়াদে গণতন্ত্র এবং দেশকে প্রভাবিত করে এমন বিষয়গুলির বিষয়ে ঐকমত্য তৈরিতে বিশ্বাসী। এটি এমন একটি বিষয়, যা আমাদের জাতিকে শক্তিশালী করবে।”‘এক দেশ, এক নির্বাচন’ প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “আমরা সহমত না। এক দেশ, এক নির্বাচন গণতন্ত্রে কাজ করতে পারে না। আমরা যদি আমাদের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে চাই, তাহলে যখনই প্রয়োজন তখন নির্বাচন হওয়া দরকার।” কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল বলেছেন, “এটা এদেশে মোটেও বাস্তবসম্মত নয়। তাঁরা বর্তমান বিষয়গুলি থেকে দৃষ্টি সরাতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *