ক্রীড়া প্রতিনিধি আগরতলা। সাব্রুমের বিন্দাস বয়েজ আয়োজিত পূর্ণেন্দু শহীদ নকআউট ফুটবল টুর্নামেন্টের সি গ্রুপের প্রথম ম্যাচে বুধবার অংশ নেয় উদয়পুরের অমর বন্ধু এবং কিল্লার তুইপ্রাসা ওয়েলফেয়ার সোসাইটি। সাবরুম দ্বাদশ শ্রেণীর স্কুল মাঠে আয়োজিত দিনের এই ম্যাচে লড়াইটা ছিল বেশ হাড্ডাহাড্ডি। আর হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত বাজিমাত দেখালো অমর বন্ধু। নির্ধারিত সময়ের খেলায় অমর বন্ধু ২ -১ গোলের ব্যবধানে পরাজিত করে কিল্লাকে। দুই দলের লড়াই শুরু হওয়ার মাত্র ৮ মিনিটের মাথায় জিতেন রিয়াং প্রথম গোল করে এগিয়ে দেয় অমর বন্ধুকে। যদিও জিতেনের দেওয়া গোলটি বেশি সময় ধরে রাখতে পারেনি অমর বন্ধু। প্রতি আক্রমণ এনে কিল্লা মাত্র চার মিনিটের ব্যবধানে সমতায় আনে ম্যাচ। থান্দাল জমাতিয়ার দেওয়া বলে ম্যাচে অনেকটা ঘুরে দাঁড়ায় কিল্লা। প্রথমার্ধের অবশিষ্ট সময়ে দুই দলের ফুটবলাররা একাধিক গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ফলে প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে প্রথম থেকেই অনেকটা আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে শুরু করে অমর বন্ধুর ফুটবলাররা। আর তাদের এই মনোভাবের সফলতা আসে দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে। তাও আবার জিতেনের দেওয়া গোলে। জিতেনের জোড়া গোলে দ্বিতীয়ার্ধের শুরুতেই অমর বন্ধু এগিয়ে থাকার পর অবশিষ্ট সময়ে নতুন করে আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত দিনের ম্যাচে পরাজয়ের তকমা নিয়েই মাঠ ছাড়তে বাধ্য হলো কিল্লা।
2024-09-18