নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৮ সেপ্টেম্বর: রাবারের অ্যাসিড খেয়ে আহত হয়েছেন এক গৃহবধূ। রাবারের অ্যাসিড খেয়ে আহত হয়েছে খোয়াই মহকুমার চাম্পাহাওর থানাধীন বনবাজার এ ডি সি ভিলেজের এক গৃহবধূ। আহত গৃহবধূর নাম স্বপ্না পাল(২২), স্বামী টিপন চাষা।
ঘটনার বিবরণে জানা যায় যে, মঙ্গলবার কোন এক সময়ে বাড়িতেই রাবারের অ্যাসিড খেয়ে আহত হয় স্বপ্না পাল। পরিবারের সদস্যরা ঘটনাটি গৃহবধূকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করেন। গৃহবধূটি কি কারনে বিষপান করেছে সেই বিষয়ে পরিবারের লোকজনদের কাছ থেকে সঠিক কোন তথ্য পাওয়া যায় নি।