নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি সরাসরি সম্প্রচার বন্ধের আর্জি জানাল রাজ্য সরকার। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষের আইনজীবী কপিল সিব্বল আবেদন করেন, শুনানির সরাসরি সম্প্রচার বন্ধ করা হোক। যদিও রাজ্যের আবেদন মানল না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, শুনানির সরাসরি সম্প্রচার বন্ধ করা যাবে না। একাধিক কারণ দেখিয়ে সরাসরি সম্প্রচার বন্ধের আবেদন জানান কপিল, যদিও বর্ষীয়ান আইনজীবীর এই আবেদন ধোপে টেকেনি। প্রধান বিচারপতি স্পষ্টতই বলেন, ‘‘সরাসরি সম্প্রচার বন্ধ করতে বলতে পারব না। এটা জনস্বার্থ মামলা।’’
2024-09-17

