প্রধানমন্ত্রীর জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন, মোদীর জীবনকাহিনী নিয়ে প্রদর্শনীরও সূচনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হল রক্তদান শিবিরের। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর জীবনকাহিনী নিয়ে একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়। মঙ্গলবার দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে রক্তদান শিবিরের সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। পাশাপাশি প্রদর্শনীরও উদ্বোধন করেছেন নাড্ডা।নাড্ডা এদিন বলেছেন, “আজ আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর জন্মদিন।  বিজেপি প্রতি বছর এই দিনটিকে ‘সেবা দিবস’ হিসেবে পালন করে।  আমরা ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সময়কাল ‘সেবা পক্ষওয়াড়া’ হিসাবে উদযাপন করি। আমি নিজের এবং কোটি কোটি বিজেপি কর্মীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে তাঁর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাঁর সুস্থ জীবন কামনা করছি।”