হাফলং (অসম), ১৬ সেপ্টেম্বর (হি.স.) : ড্রাগসের বিরুদ্ধে ডিমা হাসাও জেলা পুলিশের অভিযান অব্যাহত। আজ সোমবার মাইবাং মহকুমার সাইডিং এলাকা থেকে ড্রাগস সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে আজ বেলা দেড়টা নাগাদা মাইবাঙের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) জন কিশোর গগৈয়ের নেতৃত্বে মাইবাং থানার ওসি অজিত তেরান, এসআই রাজীব গগৈ এবং রেল পুলিশের একটি দল মাইবাং রেলওয়ে স্টেশনের পাশে সাইডিং এলাকায় অভিযান চালিয়ে ড্রাগস সহ দুই ব্যক্তি যথাক্রমে রোহিত প্রসাদ (বাড়ি সাইডিং-এ) এবং নবদিলাংটিং গ্রামের সানস্রিং কেম্প্রাইকে গ্রেফতার করেছে।
ধৃত দুজনের হেফাজত থেকে ৪২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। ধৃত রোহিত প্রসাদ এবং সানস্রিং কেম্প্রাইকে মাইবাং থানায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।