টাকা দাবি করে শ্রমিকদের উপর আক্রমণ, অভিযোগ স্থানীয় কিছু বখাটে যুবকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, সিপাহীজলা, ১৬ সেপ্টেম্বর:
অসহায় দিনমজুর শ্রমিকদের মারধর করে লুটেপুটে নিলো মোবাইল থেকে আরম্ভ করে নগদ ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নিল দুষ্কৃতীকারীরা। এমনকি দুই লক্ষ টাকা দাবি করা হয় ওই শ্রমিকদের কাছে। যদি দিতে না পারে তাহলে কাজের জায়গায় যেতে পারবে না।  এমনকি একটি অস্থায়ী অফিসের দরজায় তালা ঝুলিয়ে দিল কয়েকজন। ঘটনা কমলাসাগর বিধানসভা এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, গত একমাস যাবত সেকেরকোট ছনখলা ডিডাব্লিউএস- এর অধীন পানীয় জলের জন্য বাড়ি বাড়ি প্ল্যাটফর্মের কাজ চলছিল। আচমকা ওই এলাকারই একটি ক্লাবের কিছু যুবক সেখানে গিয়ে শ্রমিকদের উপর হামলা চালায় এবং তাদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা এবং কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয়।

তাদের বক্তব্য হল সেখানে কাজ করতে হলে তাদেরকে ২ লক্ষ টাকা দিতে হবে, নতুবা কাজ বন্ধ রাখতে হবে। তাদেরকে বেধড়ক মারধোর করে কারোর হাত ভেঙ্গে দেয়, কারোর কোমর ভেঙ্গে দেয়, এমনকি মাথায় আঘাত করে ওই ক্লাবের যুবকেরা। পরবর্তী সময়ে সেই শ্রমিকরা সেখান থেকে পালিয়ে এসে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়।  ৫ জন যুবককে সনাক্ত করতে পেরেছে। এরা হল সেকেরকোট  এলাকার অরূপ, কুডু, সুকেশ, সুরজিৎ এবং অভিজিৎ । তাদের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ শ্রমিকদের। অবিলম্বে শ্রমিকরা প্রশাসনের দ্বারস্থ হয়ে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানাবেন বলে জানিয়েছেন।

________

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *