পুরুলিয়া, ১৬ সেপ্টেম্বর (হি.স.): সোমবার ফের ভোগান্তিতে রেল যাত্রীরা। এদিন সাঁতুড়ির মধুকুন্ডা স্টেশনে দাঁড়িয়ে যায় পুরুলিয়া-বর্ধমান প্যাসেঞ্জার ট্রেন। দেখা যায়, ট্রেনের ওভারহেডে প্লাস্টিক আটকে গিয়েছে। যার ফলে ঘটে বিপত্তি। বেশ কিছুক্ষণ পর রেল কর্মীরা ওভারহেড থেকে প্লাস্টিক সরিয়ে পরিষেবা চালু করেন।কীভাবে ওভারহেডে প্লাস্টিক পৌঁছল, তা খতিয়ে দেখছেন রেলের কর্তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে সাঁতুড়ির মধুকুন্ডা স্টেশনে দাঁড়িয়ে যায় পুরুলিয়া-বর্ধমান প্যাসেঞ্জার ট্রেন। দেখা যায়, ট্রেনের ওভারহেডে প্লাস্টিক আটকে গিয়েছে। সেই প্লাস্টিক সরানোর পর ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছেন। এই সময়ে ভোগান্তির শিকার হন যাত্রীরা।
2024-09-16