ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শহরে রেলি জশনে জুলুছে

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রতিবছরের মতো এবছরও জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শহরে রেলি বের হয়েছে। 

আজ ত্রিপুরা গাউছিয়া সমিতির পক্ষ থেকে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আয়োজন করা হয়েছে। এইদিন ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি রেলি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।রেলিটি পুনঃরায় ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আরবের মক্কা নগরীতে আল্লাহ রসুলের আর্বিভূত হয়েছিল। আজ এই দিনটিকে কেন্দ্র করে শহরের রেলি বের করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *