রায়গঞ্জ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সোমবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে রাধিকাপুর থেকে দিল্লীগামী ট্রেন এবং কালিয়াগঞ্জ – বুনিয়াদপুর নতুন রেল লাইনের বিষয়ে আলোচনা করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। নিজ লোকসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের লক্ষ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেছেন, রেল মন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই দিল্লীগামী ট্রেন চালু হবে এবং কালিয়াগঞ্জ – বুনিয়াদপুর নতুন রেললাইনের কাজ শুরু হবে। রেলমন্ত্রীর কাছ থেকে আশ্বাস পেয়ে স্বভাবতই খুশি সাংসদ কার্তিক চন্দ্র পাল।
2024-09-16