অন্তর্কোন্দলে জেরবার ডিমা হাসাও জেলা বিজেপি, দাবি দলের এক নেতার

হাফলং (অসম), ১৬ সেপ্টেম্বর (হি.স.) : অন্তর্কোন্দলে জেরবার ডিমা হাসাও জেলা বিজেপি। অন্তর্কেন্দলের জেরে জেলা বিজেপি কয়েকটি শিবিরে বিভক্ত হয়ে গেছে। গুরুতর এ খবর শুনিয়েছেন খোদ জেলা বিজেপির এক পদাধিকারী।

আজ সোমবার হাফলং শহরের এক হোটেলে জয়দেশ ফংলো নামে বিজেপির জনৈক পদাধিকারী সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করে বলেন, ডিমা হাসাও জেলা  বিজেপি এখন বেশ কয়টি শিবিরে বিভক্ত। সিনিয়র বিজেপি, জেলা বিজেপি ও অন্যান্য নামে খোলা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। তাঁর অভিযোগ, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা এবং রাজ্যের মন্ত্রী নন্দিতা গার্লোসার মধ্যে দুটি শিবিরে বিভক্ত হওয়ার পাশাপাশি পার্বত্য পরিষদে দেবোলাল বনাম কার্যনির্বাহী সদস্য নিরঞ্জন হোজাইর মধ্যে বিবাদের সৃষ্টি হয়েছে। যার দরুন ডিমা হাসাও জেলা বিজেপির অভ্যন্তরীণ বিবাদ প্রকাশ্যে চলে এসেছে।

২০২৬-এ নির্বাচনের আগে ডিমা হাসাও জেলা বিজেপিতে এই কোন্দলের মূল কারণ লবি রাজনীতি বলে অভিযোগ। দীর্ঘ দিন থেকেই ডিমা হাসাও বিজেপির নেতা ও কার্যকর্তাদের মধ্যে বিবাদ শুরু হয়েছে। তবে পরিষদের নির্বাচনের পর এই কোন্দল আরও তীব্র হয়েছে বলে অভিযোগ করেন জয়দেশ ফংলো।

তাঁর অভিযোগ, উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা এবং রাজ্যের মন্ত্ৰী নন্দিতা গাৰ্লোসার মধ্যে বিবাদ তীব্ৰ আকার ধারণ করার পাশাপাশি পার্বত্য পরিষদের রাজজনীতিতে নতুন করে দেবোলাল গার্লোসা এবং তাঁর এককালের সতীৰ্থ নিরঞ্জন হোজাইয়ের মধ্যে বিবাদও চরম রূপ ধারণ করেছে।

এ বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত পরিষদ নিৰ্বাচনের সময় থেকে দেবোলাল গার্লোসা এবং নিরঞ্জন হোজাইয়ের মধ্যে বিবাদের সূত্ৰপাত। এই বিবাদ এতটাই তীব্র আকার নিয়েছে যে, নিরঞ্জন হোজাইয়ের নেতৃত্বে গত ১৮ আগস্ট সাতজনের এক প্ৰতিনিধি দল মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মার সঙ্গে সাক্ষাৎ করে। এই প্ৰতিনিধি দলে ছিলেন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিরঞ্জন হোজাই, বিশ্বজিত দাউলাগাপু, অমেন্দু হোজাই, দেবজিত বাটারি, পারিষদ রতন জারামবুসা, নাম্ৰোথাং মার এবং ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি গলোঞ্জ থাউসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *