আসানসোল, ১৬ সেপ্টেম্বর (হি.স.): আসানসোলে অতিবৃষ্টিতে গোয়াল ঘরের দেওয়াল ভেঙে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম অশোক বন্দ্যোপাধ্যায় (৫০)। সোমবার আসানসোলের বারাবনির রানীগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে। দেওয়াল ভেঙে পড়ার ঘটনায় এক গবাদি পশুরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনা প্রসঙ্গে অশোকবাবুর পরিবারের তরফে জানানো হয়েছে, অতিবৃষ্টির কারণে গোয়াল ঘরের দেওয়াল পড়ে যাওয়ার আশঙ্কা হয়েছিল। তাই গরুগুলিকে খুলতে গিয়েছিলেন তিনি। সেই সময়েই আচমকা দেওয়াল ভেঙে পড়ে। চাপা পড়েন অশোকবাবু। অকুস্থলেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
2024-09-16