নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৬ সেপ্টেম্বর:
বিধায়ক গৌতম প্রসাদ দত্তের শহীদান দিবস উপলক্ষ্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে।
গণতান্ত্রিক যুব ফেডারেশন বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে সোমবার সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির অফিসের দ্বিতল ভবনে অনুষ্ঠিত হলো বিশালগড়ের প্রাক্তন বিধায়ক গৌতম প্রসাদ দত্তের শহীদান দিবস উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরে উৎসাহ উদ্দীপনার সাথে স্বেচ্ছায় রক্তদান করে বিশালগড় মহকুমা এলাকার বাম ছাত্র যুবকরা।
রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার বলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তাদের ঐতিহ্যের ধারা বাহিকতা রক্ষা করে আয়োজন করেছে রক্তদান শিবিরের। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা, ছাত্র যুব আন্দোলনের বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিরন্ময় নারায়ন দেবনাথ, রাজ্য কমিটির নেতৃত্ব নবারুণ দেব, বিশালগড় সিপিআইএম নেতৃত্ব তপন দেবনাথ।

