দেরাদুন, ১৫ সেপ্টেম্বর (হি.স.): রবিবার পাউরি জেলার কুনাউ গ্রামের কাছে গঙ্গা নদীতে দুই কিশোর তলিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
জানা গেছে, রবিবার সকালে লক্ষ্মণঝুলা থানার অন্তর্গত কুনাউ গ্রামের কাছে গঙ্গা নদীতে দুই যুবকের তলিয়ে যাওয়ার খবর পায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তলিয়ে যাওয়া দুই কিশোরের নাম ইশান বিজলওয়ান এবং দীপেশ রাওয়াত। দুজনেরই বয়স বছর পনেরো বলে জানা গেছে। খবর পাওয়া মাত্রই দ্রুত বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি শুরু করে।

