BRAKING NEWS

রাজ্যের সমবায় ক্ষেত্রে উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে ত্রিপুরা স্টেট কো – অপারেটিভ ব্যাংক:  মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রবিবার আগরতলা টাউন হলে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের এক চল্লিশ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন ল্যাম্পস এবং প্যাক্সের প্রতিনিধিদের হাতে ঋণ মঞ্জুর পত্র এবং মাইক্রো কিউআর কোড তুলে দেন ব্যাংকের অধিকারিকগণ। পাশাপাশি নাবার্ডের সহায়তায় পরিকাঠামো গঠনের ক্ষেত্রে ১৪ টি ল্যাম্পস এবং প্যাক্স – এর প্রতিনিধিদের এককালীন অর্থ রাশি প্রদান করা হয়েছে।

এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাজ্যের সমবায় ক্ষেত্রে উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে ত্রিপুরা স্টেট কো – অপারেটিভ ব্যাংক। মানুষকে বিভিন্নভাবে ঋণ দিয়ে আত্মনির্ভর হিয়ার সুযোগ করে দিচ্ছে। ফলে আত্ননির্ভরতার দিকে রাজ্য এগিয়ে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *