বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রদেশ কংগ্রেস সভাপতির

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: বিলোনিয়া সফরে এসে বন্যা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তুললেন  প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

সম্প্রতি বন্যায় বিপর্যস্ত রাজ্যের মানুষ, বাড়ি ঘর ছাড়া হয়েছে অনেকেই। অনেকেই গবাদি পশু সহ মুল্যবান বহু জিনিস হারিয়েছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার এই ধরনের বিপর্যয়কে জাতীয় বিপর্যয়ও ঘোষণা দেননি।  একটি  পয়সা কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য পাঠায়নি।  ৪০ কোটি টাকার যে গল্প শোনানো হয়েছে আসলে এটা স্টেট ডিজেস্টার ফান্ডের টাকা। এইটা রাজ্যের জন্য বরাদ্দ থাকে। প্রতিবছর রাজ্যকে এই ফান্ড দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার এই টাকাই রাজ্য সরকারকে অগ্রিম পাঠানো হয়েছে। কিন্তু বন্যার ক্ষয়ক্ষতির জন্য যে প্যাকেজ দাবি করা হয়েছে। সেই মারফত এক টাকাও পাঠায়নি কেন্দ্রীয় সরকার। 

রবিবার এভাবেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা। বিলোনিয়া সফরে এসে ব্লক কংগ্রেস সভাপতির বাসভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ তিনি আরো বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা অবনতির পেছনে শাসক দলের একটা অংশের বড় ভূমিকা রয়েছে। বিধবা মহিলা থেকে শুরু করে শিশুদের সুরক্ষার ক্ষেত্রে আরক্ষা প্রশাসনের গাফিলতি রয়েছে। অন্যায়, অবিচার, নির্যাতন, অত্যাচার যেখানে সংঘটিত হচ্ছে মামলা দিলেও শাসক দলের অঙ্গুলি হেলনে মামলা গ্রহণ করতে অপারগ পুলিশ। বিরোধীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

এই বিষয়ে পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেও কোন পদক্ষেপ বা উদ্যোগ নেই। নারী নির্যাতন, ধর্ষণ, খুন, শ্লীলতাহানি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আগামী ২৩শে সেপ্টেম্বর পুলিশের মহা নির্দেশকের অফিস ঘেরাও কর্মসূচি করবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা।

সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ জেলা পরিদর্শনে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলার পর ত্রান সামগ্রী তুলে দেয়। এরপর বাইক দূর্ঘটনায় আহত বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশীষ মজুমদারের বাসভবনে গিয়ে তার খোঁজখবর নেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *