ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি.স.): ব্রাসেলসেও সোনার পদক এল না। প্যারিস অলিম্পিকের মতো শনিবার রাতে ব্রাসেলসে জ্যাভলিন থ্রোয়ের ফাইনালেও দ্বিতীয় স্থানে থাকতে হল নীরজ চোপড়াকে। টোকিও অলিম্পিকের সোনা জয়ী নীরজ এক সেন্টিমিটারের জন্য চ্যাম্পিয়নের ট্রফি জিততে পারলেন না। তিনি ছোড়েন ৮৭.৮৬ মিটার। চ্যাম্পিয়ন হন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। তাঁর থ্রো ৮৭.৮৭ মিটার।  তৃতীয় স্থান পান জার্মানির জুলিয়ান ওয়েবার। তাঁর থ্রো ৮৫.৯৭ মিটার। নীরজ ২০২২ সালে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন। গত মরসুমেও তিনি দ্বিতীয় স্থানে শেষ করেন।