আসানসোল, ১৫ সেপ্টেম্বর(হি.স.): টানা বৃষ্টির কারণে আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর প্রিয়া কলোনিসহ বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শনিবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হওয়া টানা বৃষ্টির জেরে আসানসোলের বিভিন্ন অংশে জল জমতে শুরু করেছে, বিশেষ করে স্টেশন সংলগ্ন রেল ব্রিজের নিচে এবং নিয়ামতপুরের প্রধান রাস্তায়। রবিবার সর্বত্র জল থইথই অবস্থা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তার উপর জল জমে যাওয়ায় যাতায়াতে সমস্যা সৃষ্টি হয়েছে, এবং কয়েকটি বাড়িতে জল ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে। নিয়ামতপুর প্রিয়া কলোনির বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রতি বছর বর্ষার সময় একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। জল নিকাশি ব্যবস্থার দুর্বলতার কারণে রাস্তা ও নর্দমার জল বাড়ির ভেতর ঢুকে পড়ে, যার ফলে আসবাবপত্র এবং অন্যান্য ঘরোয়া সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।
পুরসভার তরফ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ না নেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জানান, বর্ষার সময় এমন পরিস্থিতি প্রতি বছরই দেখা দেয়, কিন্তু এখনও কোনো সমাধানমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। রবিবারও বেশ কয়েকটি বাড়িতে জল ঢোকার সম্ভাবনা থাকায় আতঙ্কের মধ্যে রয়েছেন বাসিন্দারা।