কলকাতা, ১৫ সেপ্টেম্বর (হি. স.) সিজিও কমপ্লেক্সে রাতভর থাকার পর টালা থানার ওসি’কে প্রায় ১২ ঘন্টা পর বের করে আনা হতেই প্রবল বিক্ষোভ। মেন গেটের সামনে হাতে জুতো নিয়ে চড়াও এবং বিক্ষোভ জনতার। বিজেপির কর্মীরাও এতে সরব হয়। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় সে সময়ে কিছুই ঘটেনি অর্থাৎ অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে। উল্লেখ্য, ৭ ঘন্টা একটানা সিবিআই জেরাতে ভেঙে পড়েন তিনি এবং গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর যথারীতি স্বাস্থ্য পরীক্ষা হাসপাতালে এবং সল্টলেকের কেন্দ্রীয় সরকারের অফিস ভবনে (সিজিও), কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হয়। এদিকে, নিয়ম অনুযায়ী, আদালতে পেশ করার কথা ছিল পরদিন অর্থাৎ রবিবার। সেইমত কড়া নিরাপত্তার মধ্যেই তাকে বের করে নিয়ে যাওয়ার খবর পেয়ে সেখানে উত্তেজিত জনতা চড়াও হয়। বিধাননগর পুলিশের ব্যস্ততা ছিল। তবে ওই ঘটনার তৎপরতার নিরিখে এতদসত্ত্বেও জনতা বিক্ষোভ এড়িয়ে যাওয়া সম্ভব ছিলনা। পুলিশকে সামাল দিতেই হয়েছে।
2024-09-15