রোগীর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ বেসরকারি মহিলার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৫ সেপ্টেম্বর: বিশালগড় মহকুমা হাসপাতালে মহিলা নিরাপত্তারক্ষী গুন্ডামি ঘিরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এক রোগীর পরিবারের লোকজনদের বেধড়ক মারধর করেছে মহিলা নিরাপত্তারক্ষী, এমনই অভিযোগ।

শালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন গর্ভবতী মহিলার পরিবারের সদস্যকে মারধর ও দুর্ব্যবহারের অভিযোগ উঠলো হাসপাতলের বেসরকারি
নিরাপত্তারক্ষী এক মহিলার বিরুদ্ধে। ঘটনা শনিবার গভীর রাতে।

চড়িলাম রাজিব কলোনি এলাকার গর্ভবতী মহিলা হাফেজা খাতুন বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কোন এক বিষয়কে কেন্দ্র করে চিকিৎসাধীন মহিলার শাশুড়ি মাকে  ধরে বেধড়ক মারধর আক্রমণ ও দূর্ব্যবহার করে  হাসপাতালে কর্তব্যরত বেসরকারি মহিলা নিরাপত্তারক্ষী। ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। ঘটনায় মধ্যরাতে হাসপাতাল প্রাঙ্গণে তীব্র চাঞ্চল্য ছড়ায়।