প্রদেশ কংগ্রেস ভবনে পালিত মহিলা কংগ্রেসের ৪০তম প্রতিষ্ঠা দিবস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সারা দেশের সাথে রাজ্যেও মহিলা কংগ্রেসের ৪০তম প্রতিষ্ঠা দিবস রবিবার আগরতলা কংগ্রেস ভবনের সামনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

সর্বভারতীয় মহিলা কংগ্রেসের ৪০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে পোস্ট অফিস চৌমুহনিস্থিত কংগ্রেস ভবনে। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী ,মহিলা কংগ্রেসের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত  পর্যবেক্ষক মিনা টকো সহ মহিলা নেত্রী শ্রেয়সী লস্কর।

মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নেত্রীরা বলেন সদস্যতা পদ সংগ্রহ অভিযান আজ থেকে শুরু হয়েছে। রাজ্যের সর্বত্র মহিলা সদস্য পদের সংগ্রহের মধ্য দিয়ে কংগ্রেসকে শক্তিশালী করার উপর তারা গুরুত্ব আরোপ করেছেন।

রবিবার থেকে মহিলা কংগ্রেসের সদস্যতা অভিযান শুরু হয়েছে। আগরতলায় কংগ্রেস ভবনের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে এই সদস্যতা অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন মহিলা কংগ্রেসের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক মিনা টুকো।  সর্বভারতীয় মহিলা কংগ্রেসের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে মেম্বারশিপ অভিযান। তারই আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো ত্রিপুরা মহিলা কংগ্রেসের উদ্যোগে।

এ উপলক্ষে কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন বিধায়ক গোপালচন্দ্র রায় এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী ,ত্রিপুরার দায়িত্ব ইনচার্জ মিনা টুকো সহ অন্যান্যরা।

দেশ ও রাজ্যের এই পরিস্থিতির মধ্যে মহিলাদের আরও কিভাবে একত্রিত করা যায় তার জন্যই এই মেম্বারশিপ অভিযান  বলে জানিয়েছেন নেতৃত্বরা। এই দিবসকে সামনে রেখে মহিলা কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিন  মহিলা কংগ্রেসের সদস্যতা অভিযানের একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। এই ওয়েবসাইট উদ্বোধন করার একটাই লক্ষ্য মহিলা কংগ্রেসের সদস্যরা একসাথে যুক্ত থাকতে পারেন।