ভীর রাতে ধলাইয়ের জাতীয় সড়কে আড়াই কোটি টাকার ইয়াবা সহ তিনজন গ্রেফতার

কমলপুর(ত্রিপুরা), ১৪ সেপ্টেম্বর(হি. স.):  শনিবার ভোররাতে ২০৮ নং জাতীয় সড়কের কমলপুর থানাধীন দুর্গাচৌমুহনি নাকা পয়েন্টে প্রায় আড়াই কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে  ২০৮ নং জাতীয় সড়কের কমলপুর থানাধীন দুর্গাচৌমুহনি এলাকায় নাকাপয়েন্ট গড়ে বিভিন্ন যানবাহনে তালাশি অভিযান চালানো হয়। অবশেষে আজ শনিবার ভোররাত আড়াইটা নাগাদ টিআর ০৪ বিভি ০৬২৯ নম্বরের একটি কালো রঙের টাটা সাফারি  গাড়ি আসে নাকা পয়েন্টে। গাড়িতে ছিল চালক সহ তিনজন । তাদের কথাবার্তায় অসংলগ্নতা থাকায় কর্তব্যরত পুলিশ গাড়ি সহ তিনজনকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে ছুটে যান এসডিপিও সমুদ্র দেববর্মা, ওসি সঞ্জয় লস্কর এবং একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট তথা ডিসিএম অমৃত চাকমা। তাঁরা গিয়ে গাড়িতে তল্লাশি চালিয়ে ৯১ হাজার  ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। হঙ্গে লিটন মিয়াঁ, সমিনুল ইসলাম ও জাহির হুসেন নামে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসেন। তিন জনের  বাড়ি সোনামুড়া মহকুমায়।  আটক করা ইয়াবা ট্যাবলেট ‘র মূল্য প্রায় আড়াই কোটি টাকা। মোট প্যাকেট ছিল ৪৫৬ টি।

তবে কমলপুর থানা গত একমাসে এই নিয়ে তিনটি অভিযানে সফল হয়। বলা বাহুল্য গাড়িটি কুমারঘাটের দিক থেকে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *