প্রথম ডিভিশন লিগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত, জুয়েলসকেও হারালো এগিয়ে চল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অব্যাহত এগিয়ে চল সংঘের। এ নিয়ে টানা পঞ্চম জয় পেল গতবারের চ্যাম্পিয়ন দল এগিয়ে চল সংঘ। শক্তিশালী জুয়েলস-এর হার্ডেল টপকালো আজ, শনিবার। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল সিনিয়র লিগ ফুটবল প্রতিযোগিতায় শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় জুয়েলস্ এসোসিয়েশন ও এগিয়ে চলো সংঘ।  ম্যাচটি ২-০ গোলের ব্যবধানে জয় লাভ করে পয়েন্ট তালিকায় প্রথম স্থান অব্যাহত রাখলো এগিয়ে চলো সংঘ। ম্যাচে জয়ী দলের হয়ে গোল ২ টি করে  আসীফ আলী মোল্লা ও দেবাশীষ রায়। যদিও এদিন ম্যাচ কে কেন্দ্র করে উওেজনা সৃষ্টি হয় মাঠে দুই দলের ফুটবলারদের মধ্যে। 

এদিনের ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় এগিয়ে চলো সংঘের ফুটবলারর দেবাশীষ রায়।  দেবাশীষ রায়ের হাতে ম্যান অব দা ম্যাচের পুরস্কার তুলে দেন ক্রীড়া সাংবাদিক অনির্বাণ দেব।