আগরতলা, ১৪ সেপ্টেম্বর: বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ধনপুর পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে। ওই ঘটনায় ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সংলগ্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিবরণে বিধায়ক বিন্দু দেবনাথ বলেন, গতকাল রাতে ধনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সংলগ্ন এলাকা দিয়ে বাইকে করে বাড়ি যাচ্ছিলেন ধনপুর পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে পার্থ প্রতিম সাহা(৩১)। তখন এক ভবঘুরকে বাচাঁতে গিয়ে দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। সাথে সাথে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু হাসপাতালে নেওয়ার পী সে মৃত্যুর কোলে ঢলে পড়েন।।