কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.): হলুদের পর এবার লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের দুই জেলা – বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবং তা বিশ্লেষণের এক সাংবাদিক সম্মেলনে বিশদে জানিয়েছেন ডঃ হাবিবুর রহমান বিশ্বাস। তিনি আরও বলেন, ২০ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার চলবে বৃষ্টি। রবিবার থেকে তা কমবে দক্ষিণবঙ্গের জেলায়। ১৫ তারিখ পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী ওড়িশা, বাংলাদেশে উপকূল এলাকায় ৪৫ থেকে ৫৫ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। এদিকে, বৃষ্টির গতিবেগ কখনও ওঠানামা করছে। উত্তরবঙ্গের জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত মৎস্যজীবিদের মানা সাগরে মাছ ধরতে যাওয়া।
2024-09-14