কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : হলুদ ও লাল সতর্কতা জারির পর আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ ঘন্টার মধ্যেই ফের বজ্রঝড় সহ জল বৃষ্টি হবে একাধিক জেলায়। দুপুর তিনটের সময় এই বিজ্ঞপ্তি জারি করেছে আলিপুর। এর পরিপ্রেক্ষিতে যান চলাচল ব্যাহত হতে পারে। জলমগ্ন এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। এই মুহূর্তে জানানো ওই বার্তা অনুযায়ী, কলকাতা সহ বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর চব্বিশ পরগণা পুরুলিয়া, দক্ষিণ চব্বিশ পরগণা এবং পশ্চিম মেদিনীপুরের নাম রয়েছে আলিপুর থেকে প্রকাশিত মধ্যাহ্নকালীন জরুরি বুলেটিনে। সেই সঙ্গে ট্রাফিক নির্দেশিকাতে বলা হয়েছে, গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ার আগে শহরের বুকে যাতায়াতের জন্য সতর্কতা অবলম্বন করা দরকার। তবে নীচু এলাকায় জল রয়েছে। ২-৩ সেন্টিমিটার তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা ও রয়েছে কমলা সতর্ক বার্তায়।
2024-09-14

