ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জাতীয় মানের ফুটবল আসর এবার বসছে আগরতলায়। অক্টোবরে ২৯ তম সিনিয়র মহিলাদের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ তথা রাজমাতা জিজাভাই ট্রফি ২০২৪-২৫ এর গ্রুপ জি-এর ছয়টি ম্যাচ আগরতলায় অনুষ্ঠিত হবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে প্রেরিত জাতীয় মহিলা ফুটবলের প্রাথমিক বিশেষ বার্তা পাঠানো হয়েছে ত্রিপুরায়। গ্রুপ লীগের জি গ্রূপে স্বাগতিক রাজ্য ত্রিপুরার পাশাপাশি সিকিম, চন্ডিগড় ও গুজরাট রয়েছে। যথাসময়ে তিনটি রাজ্যের সিনিয়র মহিলা ফুটবলাররা যথারীতি আগরতলায় চলে আসবেন। ২০ অক্টোবর, প্রথম দিনে দুবেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় সিকিম ও গুজরাট পরস্পরের মুখোমুখি হবে। দ্বিতীয় খেলায় চন্ডিগড় খেলবে স্বাগতিক ত্রিপুরার বিরুদ্ধে। ২২ অক্টোবর দ্বিতীয় দিনে প্রথম ম্যাচে গুজরাট খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা ও সিকিম পরস্পরের মুখোমুখি হবে। ২৪ অক্টোবর গ্রুপ লীগের তৃতীয় তথা অন্তিম দিনে প্রথম ম্যাচে সিকিম খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা ও গুজরাট পরস্পরের মুখোমুখি হবে। ক্রীড়া সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের খেলোয়াররা ১৮ অক্টোবর আগরতলায় রিপোর্ট করবে। এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্দেশিকা অনুযায়ী ত্রিপুরা ফুটবলের এসোসিয়েশনের মনজিত পালের কাছে খেলোয়াড়রা বোর্ডিং এবং লজিং বিষয়ক যোগাযোগ করবেন বলে জানানো হয়েছে। এদিকে এই জি গ্রূপের চারটি দলের ছয়টি ম্যাচের জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সিএমএস যথারীতি ওপেন রয়েছে। অন্যান্য রুলস এন্ড রেগুলেশন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে শীঘ্রই আপডেট করা হবে বলে জানানো হয়েছে।