নিউইয়র্ক, ১৪ সেপ্টেম্বর (হি.স.): মেসি সমর্থকদের জন্য সুখবর। কোপা আমেরিকার চোট কাটিয়ে আবার মাঠে ফিরছেন তিনি। ১৫ সেপ্টেম্বর ফিলাডেলফিয়া ম্যাচে খেলবেন তিনি। তার ফেরার খবরটি নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো।কোপা আমেরিকার পর চোটাক্রান্ত মেসি এতদিন মাঠে ছিলেন দর্শকরূপে। দীর্ঘ দেড় মাস চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন লিও। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মাঠে অনুশীলনে ফিরেছেন তিনি।মেসিকে ছাড়াই সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাই খেলেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে চিলির কাছে জিতলেও পরের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হেরে গেছে আর্জেন্টিনা। কোচ টাটা মার্টিনো বলেছেন, ‘লিও এখন ভালো আছেন। দলের সঙ্গে অনুশীলন করছে। ম্যাচের জন্য প্রস্তুত। এই পরিস্থিতিতে আমরা খুবই খুশি।’
2024-09-14