ভাষাতে রয়েছে  ইতিহাস ও সংস্কৃতির অন্তর্ভুক্তি: বিজয় সিনহা

বারাণসী, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা, শনিবার বহুভাষিক সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচার আয়োজিত ভাষাগত কলা সঙ্গম ২০২৪ উপলক্ষে তার ভাষণে বলেন,  সর্বেভান্তু সুখিনাহ ধারণাটি আমাদের সংস্কৃতির অন্তর্নিহিত।  আমরা নিজের চেয়ে অন্যকে বেশি প্রাধান্য দিই, এটি আমাদের চিরন্তন মূল্যবোধকে প্রতিফলিত করে।  তিনি বলেন, ভাষার মধ্যে রয়েছে ইতিহাস ও সংস্কৃতি।

 শ্রীকাশী বিশ্বনাথ ধাম কমপ্লেক্সে অবস্থিত ত্রিম্বকেশ্বর অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বলেন, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান করা এবং আমাদের সাজসজ্জা অনুসরণ করা উচিত।  অধিকারের পাশাপাশি মর্যাদার কথা বলা গুরুত্বপূর্ণ।  কর্তব্যবোধের পাশাপাশি ভারতীয় ভাষার সংরক্ষণ ও প্রচারের ওপরও জোর দেওয়া প্রয়োজন।  আজও আমাদের নিজেদের ভাষা নিয়ে আলোচনা করতে হয় কারণ মানুষ এখন তা থেকে দূরে সরে অন্য সংস্কৃতি ও ভাষার প্রতি আকৃষ্ট হচ্ছে।  তিনি বলেন, তোষনের রাজনীতির কারণে ভাষা ও সংস্কৃতির অনেক ক্ষতি হয়েছে।

 বিজয় সিনহা আরও বলেন, আজ এমন একটি পরিবেশ তৈরি করা দরকার যাতে আমরা আমাদের ঐতিহ্যকে বাঁচাতে তরুণ প্রজন্মকে অমৃত কালের জন্য প্রস্তুত করি।  এতে পঞ্চ প্রাণের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা তরুণদের মনে সংস্কৃতি ও ভাষার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে।