আগরতলা, ১৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় এলেন মহিলা কংগ্রেসের পর্যবেক্ষক অরুনাচল প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি মিনা টোকো। আজ শনিবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে মহিলা কর্মীদের নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
এছাড়াও এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্যরা।অরুনাচল প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি মিনা টোকো বলেন, আগামীকাল মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই দিবসকে সামনে রেখে মহিলা কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এদিন তিনি বলেন, মহিলা কংগ্রেসের সদস্যতা অভিযানের একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হবে। এই ওয়েবসাইট উদ্বোধন করার একটাই লক্ষ্য মহিলার কংগ্রেসের সদস্যরা একসাথে যুক্ত থাকতে পারেন।