আলিপুরদুয়ার, ১৩ সেপ্টেম্বর (হি. স.) : সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের তাসাটি ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে খবর, সবজি বোঝাই পিকআপ ভ্যানটি জলপাইগুড়ি জেলার বানারহাট থেকে ফালাকাটা কৃষকের বাজারে যাচ্ছিল। হঠাৎ পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফালাকাটা ব্লকের তস্তি চা বাগানের ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় উল্টে যায়। এ ঘটনায় চালক ও সহ-চালক আহত হয়েছেন। খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই হাসপাতালে পাঠায়। পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করেছে।