আগরতলা, ১৩ সেপ্টেম্বর : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত ঘর। আজ দুপুর ডুকলি ঋষি পাড়া এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী চারটি ইঞ্জিন।দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা এলাকাবাসীর। ওই ঘটনায় দুইজম ব্যাক্তি আহত হয়েছেন।
জানা গিয়েছে, আজ দুপুরে ডুকলি ঋষি পাড়া এলাকায় জিতেন্দ্র চক্রবর্তীর বাড়িতে একটি অনুষ্ঠানের রান্নাবান্না চলছিল। হঠাৎ বসত ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে যায়। সেই আগুন ধীরে ধীরে ভয়াবহ রুপ নেয়। ঘর থেকে কোন রকম প্রান নিয়ে জীতেন্দ্র বাবু ও তার স্ত্রী বেরিয়ে আসে চিৎকার চেচাঁমেচি করলে এলাকাবাসী ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
এদিকে খরব পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনীর ৪টি ইঞ্জিন। এলাকাবাসী ও দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও রক্ষা করা যায় নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষাধিক টাকার উপরে হবে বলে জানান দমকলের আধিকারিক নারায়ণ চন্দ্র দাস।
তিনি জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এই দিকে বাড়ির মালিক জিতেন্দ্র বাবুর স্ত্রীর হাতেও শরিরের বেশ কিছু জায়গা আগুনে পুড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এলাকার মানুষেরা। তাছাড়াও এলাকার দু এক জন যুবক আগুন নেভাতে গিয়ে অল্প বিস্তর আহত হন। ওই ঘটনায় গোটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।