নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): ভারী বৃষ্টিতে ভিজছে দিল্লির বিভিন্ন এলাকা। প্রবল বর্ষণে বিপর্যস্ত দিল্লির জনজীবন। এরই মাঝে জানা যাচ্ছে, দিল্লির গ্রেটার কৈলাশ এলাকায় ডন বস্কো স্কুলের বাইরে একটি বিশালাকার গাছ উপড়ে পড়ে।
জানা গেছে, নাগাড়ে বৃষ্টির জেরে এদিন সকালে শিকড়-সহ উপড়ে যায় গাছটি। তবে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু গাছ ভেঙে পড়ে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক তারেরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।