গ্রেজুয়েটি প্রদান সহ ছয় দফা দাবিতে সরব হয়েছে এিপুরা অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা এসোসিয়েশন

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সুপ্রিম কোর্টের রায় অনুসারে অবিলম্বে অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের গ্রেজুয়েটি প্রদান সহ ছয় দফা দাবিতে সরব হয়েছে এিপুরা অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা এসোসিয়েশন। আজ হাজারো অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জমায়েত হয়ে এক রেলী করে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের নিকট মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেন তাঁরা।

সংগঠনের এক ব্যক্তি জানিয়েছেন, দীর্ঘ দিন যাবৎ অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকারা বিভিন্ন সমস্যার জর্জরিত হয়ে রয়েছে। তাই রাজ্য সরকারের নিকট তাদের আবেদন আসন্ন দূর্গাপূজোর আগে তাদের সমস্যা সমাধান করা হোক।

তাদের দাবিগুলো হল, অঙ্গনওয়াড়ী কর্মীদের বেতন ভাতা ২১০০০ হাজার টাকা এবং সহায়িকাদের বেতন ভাতা ১৬০০০ হাজার টাকা বৃদ্ধি করা,অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরের পর মাসিক পেনশন ৫০০০ হাজার টাকা এবং সহায়িকাদের ৩০০০ হাজার টাকা প্রদান করা এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে অবিলম্বে অঙ্গনওয়াড়ী কর্মীদের ৩০০০০০ (তিন) লক্ষ টাকা ও সহায়িকাদের (১৫০০০০) এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গ্রেজুয়েটি প্রদান করতে হবে। পার্শ্ববর্তী রাজ্য আসামে এই রায় মান্যতা দিয়ে অঙ্গনওয়াড়ী কর্মীদের ৪ (চার) লক্ষ টাকা এবং সহায়িকাদের ২ (দুই) লক্ষ টাকা গ্রেজুয়েটি প্রদান করেছে।

তাদের আরও দাবি, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সবেতন তিন (৩) মাসের মেডিকেল লিভ প্রদান করা, সরকারী কর্মচারীদের সাথে সাথে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পুনরায় D.A প্রদানে অন্তর্ভুক্ত করা, যে সকল অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রমোশন লিস্টে আছেন তাদের অতিসত্বর এক বছর অন্তর অন্তর সুপার ভাইজার পদে নিয়োগ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *