নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): আবগারি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে শুক্রবার জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। এই জামিন প্রসঙ্গে আম আদমি পার্টি একে সত্যের জয় বলে অভিহিত করেছে। আম আদমি পার্টির এই বক্তব্যকে নিশানা করে বিজেপি সাংসদ বাঁসুরি স্বরাজ বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল একজন অযোগ্য মুখ্যমন্ত্রী। তাঁর জন্য সত্যমেব জয়তে ব্যবহার করা ঠিক নয়।
বাঁসুরি বলেন, অরবিন্দ কেজরিওয়াল শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন, তিনি ছাড় পাননি। শুক্রবার বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে বাঁসুরি স্বরাজ বলেন যে, সুপ্রিম কোর্ট দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিলেও বেশ কিছু শর্ত চাপিয়েছে। স্পষ্ট বলা হয়েছে, জেল থেকে বেরোনোর পর কেজরিওয়াল কোনও ফাইলে সই করতে পারবেন না। নিজের দফতরেও যেতে পারবেন না। এসবের পর নৈতিক দায় নিয়ে কেজরিওয়ালের পদত্যাগ করা উচিত বলে জানান বাঁসুরি।