জম্মু, ১৩ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী জেলা পুঞ্চে শুক্রবারও জারি রয়েছে তল্লাশি অভিযান। জানা গেছে, ডোডি বনাঞ্চলে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই চলে নিরাপত্তা বাহিনীর।
জানা গেছে, বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের ধরতে তল্লাশি অভিযান শুরু করে। বৃহস্পতিবার রাতে ডোডি বনাঞ্চলে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষ হয় নিরাপত্তা বাহিনীর। জঙ্গিদের একটি অস্থায়ী আস্তানাও ধ্বংস করা হয় বলে জানা গেছে। শুক্রবারও ওই এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।