আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হয়েছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে তাঁর বয়স ৭২ বছর ছিল। তিনি দিল্লি এইমস-এ সংকটজনক অবস্থায় ভর্তি ছিলেন।তাঁর পরিবারের সদ্যসরা শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে নয়াদিল্লির এইমসে তার দেহ দান করেছেন। এদিকে, তাঁর প্রয়ানে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। তাছারা, তাঁর প্রয়াণে সাংসদ বিপ্লব কুমার দেব এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর সীতারাম ইয়েচুরি বর্ষীয়ান এই বাম নেতা হাসপাতালে রেসপিরেটরি সাপোর্টে রয়েছিলেন। গত ১৯ আগস্ট ফুসফুসের সমস্যা নিয়ে সীতারাম ইয়েচুরি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়েছিল।
ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সীতারাম ইয়েচুরি নিউমোনিয়া নিয়ে ১৯ আগস্ট এইমসে ভর্তি হয়েছিলেন এবং আজ বিকেল ৩.০৫ মিনিটে মারা গিয়েছেন।তাঁর পরিবারের সদ্যসরা শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে নয়াদিল্লির এইমসে তার দেহ দান করেছেন।
এদিকে তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তিনি বলেন, সীতারাম ইয়েচুরির জীবনাবসানে আমি শোকাহত ও মর্মাহত। তাঁর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনকে সমবেদনা জানিয়েছেন।
পাশাপাশি, সাংসদ বিপ্লব কুমার দেব শোক প্রকাশ করেছেন। এদিকে, মন্ত্রী সুশান্ত চৌধুরী তাঁর প্রয়াণে বলেন, বর্ষীয়ান সিপিআইএম নেতা তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, রাজ্যসভার প্রাক্তন সাংসদ সীতারামইয়েচুরির জীবনাবসানে ‘আমি শোকাহত ও মর্মাহত’।
তিনি আরও বলেন, তাঁর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনকে সমবেদনা জানাই। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। তাঁর পরিবার, পরিজন, বন্ধু এবং অনুগামীদের প্রতি গভীর সমবেদনা রইল।